হাথরাসের ঘটনা যখন তোলপাড় এখন গোটা দেশ। তবুও কমছেনা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা। প্রতিদিন সামনে উঠে আসছে একই ঘটনার নতুন নতুন ছবি। আর সেই নিয়েই প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। এবার মহিলাদের নিরাপত্তার প্রশ্নটাকে আরও জোড়াল করে তুলে ধরলেন এক তরুণী। সম্প্রতি শ্লীলতাহানির শিকার হয়েছেন এই তরুণী। রবিবার সন্ধ্যা বেলায় বেলুড় থানার অন্তর্গত লালমোহন মুখার্জি স্ট্রিট দিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। এচমকাই তিনজন বাইক আরোহী যুবক প্রকাশ্যে ওই তরুণীর সঙ্গে অশ্লীলতা করে বলে অভিযোগ। তরুণী জানিয়েছে ওই তিন জন যুবক তাঁকে নোংড়া ভাবে স্পর্শ করে। তার পরেই তারা পালিয়ে যায় সেখান থেকে। ওই তিনজনই মাথায় হেলমেট পরে ছিলেন বলে জানিয়েছেন তরুণী। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। বাড়ি ফিরে এসে প্রথমেই তিনি বেলুড় থানায় ফোন করে অভিযোগ জানান। পরে আবার থানায় গিয়ে লিখিতও অভিযোগও তিনি জানান। তবে তাতে কোনও কাজ হয়নি বলে তরুণীর দাবি। তিনি জানিয়েছেন এখনও ধরা হয়নি ওই তিন যুবককে। তিনি এও অভিযোগ তুলেছেন, একজন মহিলা ধর্ষণ হওয়ার পরেই কি এই দেশে ব্যবস্থা নেওয়া হয়। গোটা ঘটনায় এখন আতঙ্কিত ওই তরুণী ও তাঁর পরিবার। সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই এলাকার সিসিটিভিও খতিয়ে দেখছে পুলিশ।