শ্লীলতাহানির শিকার বেলুড়ের তরুণী, আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা

  • হাথরসের ঘটনা নিয়ে তোলপাড় এখন গোটা দেশ 
  • আর তারই মাঝে একের পর এক ঘটনা ঘটে চলেছে
  • এবার প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী
  • আর সেই কারণেই বারবার প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে

হাথরাসের ঘটনা যখন তোলপাড় এখন গোটা দেশ। তবুও কমছেনা ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা। প্রতিদিন সামনে উঠে আসছে একই ঘটনার নতুন নতুন ছবি। আর সেই নিয়েই প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। এবার মহিলাদের নিরাপত্তার প্রশ্নটাকে আরও জোড়াল করে তুলে ধরলেন এক তরুণী। সম্প্রতি শ্লীলতাহানির শিকার হয়েছেন এই তরুণী। রবিবার সন্ধ্যা বেলায় বেলুড় থানার অন্তর্গত লালমোহন মুখার্জি স্ট্রিট দিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। এচমকাই তিনজন বাইক আরোহী যুবক প্রকাশ্যে ওই তরুণীর সঙ্গে অশ্লীলতা করে বলে অভিযোগ। তরুণী জানিয়েছে ওই তিন জন যুবক তাঁকে নোংড়া ভাবে স্পর্শ করে। তার পরেই তারা পালিয়ে যায় সেখান থেকে। ওই তিনজনই মাথায় হেলমেট পরে ছিলেন বলে জানিয়েছেন তরুণী। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। বাড়ি ফিরে এসে প্রথমেই তিনি বেলুড় থানায় ফোন করে অভিযোগ জানান। পরে আবার থানায় গিয়ে লিখিতও অভিযোগও তিনি জানান। তবে তাতে কোনও কাজ হয়নি বলে তরুণীর দাবি। তিনি জানিয়েছেন এখনও ধরা হয়নি ওই তিন যুবককে। তিনি এও অভিযোগ তুলেছেন, একজন মহিলা ধর্ষণ হওয়ার পরেই কি এই দেশে ব্যবস্থা নেওয়া হয়। গোটা ঘটনায় এখন আতঙ্কিত ওই তরুণী ও তাঁর পরিবার। সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই এলাকার সিসিটিভিও খতিয়ে দেখছে পুলিশ।  

02:57Bandwan Tiger News : শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী01:53'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক মন্তব্য অর্জুনের01:46Krishnanagar : নাবালিকার সঙ্গে ওইসব! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা, দেখুন02:44পশ্চিমবঙ্গে জঙ্গিযোগ নিয়ে মমতাকে চরম তুলোধোনা অগ্নিমিত্রার! দেখুন কী বললেন04:46Suvendu Adhikari: 'কত বড় জিহাদি! রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও' হুঙ্কার শুভেন্দুর02:27পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য বীরভূমে04:05Murshidabad : আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন তৃণমূল বুথ কর্মী, দেখুন ভিডিও02:10South 24 Parganas News: প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?