নিজের স্ত্রী শিশুপুত্র ও কন্যাকে কুপিয়ে হত্যা করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুর এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এখানকার রাঙ্গাডি গ্রামের যুবক গৌতম মাহাতো গভীর রাতে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর স্ত্রী এবং সন্তানদার।
নিজের স্ত্রী শিশুপুত্র ও কন্যাকে কুপিয়ে হত্যা (murder) করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) কাশিপুর এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এখানকার রাঙ্গাডি গ্রামের যুবক গৌতম মাহাতো গভীর রাতে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর স্ত্রী এবং সন্তানদার। গৌতমকে আপাতত কাশিপুর কল্ললি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দেহগুলি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বদমেজাজি গৌতমের সঙ্গে প্রায়ই তার স্ত্রীর ঝামেলা হত। শনিবার রাতেও তাই হয়েছে। এরপরই গভীর রাতে সে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তার স্ত্রী ও সন্তানদের। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এরপরই বিষ খায় গৌতম। তাঁকে পুলিশ হাসপাতালে (Police hospital ভর্তি করা হয়। আপাতত কেন সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অপেক্ষা করা হচ্ছে গৌতম সুস্থ হওয়া পর্যন্ত, এরপর তাঁকে জেরা করা হবে।