একের পর এক জায়গায় ছেয়ে যাচ্ছে দাদার অনুগামী পোস্টারে। এবার সেই পেস্টার দেখা গেল ডায়মন্ড হারবার আব্দালপুরে। তবে এবার শুভেন্দু বা রাজীব নেই পোস্টারে। এবার দাদার অনুগামী পোস্টারে আরও এক নতুন মুখ। ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারের ছবি এবার পোস্টারে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে বিধায়ক দীপক হালদার বলেন, গত সাড়ে চার বছর তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তাই তার ভালোবাসার মানুষেরা এমন পোষ্টার দিয়েছে। অবশ্য নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট কিছু না জানালেও তিনি বলেন যা হচ্ছে তা খুবই খারাপ হচ্ছে।