রাজ্যের এই প্রথম যৌন কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ। দুয়ারে গিয়ে টিকাকরণ করা হল যৌনপল্লীর বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লীর ৪০ জন বাসিন্দাকে সোমবার করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হল। জেলা প্রশাসনের উদ্যোগেই এমনটা হয়। সোমবার সকালে রীতিমত যৌনকর্মীদের উঠনে বা দুয়ারে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। সেখানে দেওয়া হয়, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ।