ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগছ গ্রামে। অভিযোগ উঠছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা কিশোরীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।