তুলো বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল লরিতে করে। মাঝপথেই বাঁধল বিপত্তি। লরির মধ্যে উঁচু করে রাখা তুলোর বস্তা ওভারহেড তারের সংস্পর্শে আসতেই ধরে গেল আগুন। মুহূর্তে তা ভয়াবহ আকার ধারণ করল। দমকল এসে আগুন নেভানোর আগেই কার্যত ভষ্মীভূত হয়ে গেল গোটা লরিটি। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার সাক্ষী থাকল হুগলির ডানকুনির কালীতলা এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনির থেকে কালীতলার দিকে যাচ্ছিল লরিটি। লরির মধ্যে উঁচু করে রাখা তুলোর বস্তা ওভারহেড তারের ঘষা লাগে। তা থেকে আগুন ধরে যায়। তুলোর মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত গোটা লরিটিকেই আগুন গ্রাস করে নেয়। দমকলের দু'টি ইঞ্জিন এসে দু' ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে লোহার কাঠামো বাদে গোটা লরিটিই প্রায় ভষ্মীভূত হয়ে যায়।