আলিপুরদুয়ার জেলার মাদারিহাট রেলস্টশনে তাণ্ডব চালালো একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। রেলস্টেশনের দুনম্বর প্ল্যাটফর্মে চলে আসে হাতিটি। জলদাপাড়া অভয়ারণ্য থেকে বুধবার সন্ধ্যায় প্রথমে হাতিটি যায় মাদারিহাট চৌপথি এলাকায়। সেখানে ইলেকট্রিক পোলের খুঁটি ভেঙে দেয় সে, আশেপাশের দোকান ও বাড়িতেও ভাঙচুর চালায়। এরপরেই হাতিটি সোজা হাজির হয় স্টেশনে। মাদারিহাট স্টেশনের প্ল্যাটফর্মে তখন তাকে দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সেবসবে পাত্তা দেননি গজরাজ। উল্টে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দাঁতালটি দক্ষিণ খয়েরবাড়ির দিকে হেলতে দুলতে পাড়ি দেয়।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট রেলস্টশনে তাণ্ডব চালালো একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। রেলস্টেশনের দুনম্বর প্ল্যাটফর্মে চলে আসে হাতিটি। জলদাপাড়া অভয়ারণ্য থেকে বুধবার সন্ধ্যায় প্রথমে হাতিটি যায় মাদারিহাট চৌপথি এলাকায়। সেখানে ইলেকট্রিক পোলের খুঁটি ভেঙে দেয় সে, আশেপাশের দোকান ও বাড়িতেও ভাঙচুর চালায়। এরপরেই হাতিটি সোজা হাজির হয় স্টেশনে। মাদারিহাট স্টেশনের প্ল্যাটফর্মে তখন তাকে দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সেবসবে পাত্তা দেননি গজরাজ। উল্টে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দাঁতালটি দক্ষিণ খয়েরবাড়ির দিকে হেলতে দুলতে পাড়ি দেয়।