পুরুলিয়ার ঝালদায় রাতভর হাতির তান্ডব। বুনোহাতির তান্ডবে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। হাতির আতঙ্কে দোকান-বাজার বন্ধ হয়ে যায় সেখানে। পুলিশি সতর্কতাও জারি হয় সেখানে।
রাতভর পুরুলিয়ার ঝালদা শহর লাগোয়া এলাকায় দাপিয়ে বেড়ালো বুনোহাতি। শীতের রাতে ব্যাপক আতঙ্ক এলাকায়। হাতি জঙ্গলের দিকে তাড়াতে না পেরে ঘর থেকে না বেরোনোর সতর্ক করলো ঝালদা থানা ও বনদপ্তর। আতঙ্কে শহর ঝালদায় সন্ধ্যা থেকেই বন্ধ হল দোকান বাজার। বেশ কয়েকদিন থেকেই অযোধ্যা পাহাড় এলাকায় ঘোরাফেরা করছে কয়েকটি হাতি ।এদিন একটি বুনো হাতি ঝালদা শহর লাগোয়া দড়দা গ্রাম এলাকায় ঢুকে পড়ে । হটাৎ করে হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।দড়দা এলাকায় হাতি ঢুকে পড়ার খবর ছড়িয়ে যায় ঝালদা শহরেও।তড়িঘড়ি বন্ধ হয়ে যায় দোকানপাট।যারা বাজারে ছিলেন তারাও বাড়িতে ঢুকে যান। অবস্থা বেগতিক দেখে মাঠে নামে ঝালদা থানা।পুলিশের পক্ষ থেকে ঝালদা শহরবাসীকে সতর্ক করে বলা হয়" ঝালদা শহরের খুব কাছাকাছি একটি বুনো হাতি ঘোরাফেরা করছে। তাই সাবধান হন।দোকান বন্ধ করে ঘর যান।"এমন খবর শোনার পর আতঙ্কের পরিবেশ তৈরী হয় শহর জুড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন। সন্ধ্যা ৮ টায় শুনশান হয়ে যায় জমজমাট ঝালদা শহর।যদিও ঝালদা বনদপ্তরের আধিকারিক বিশ্বজ্যোতি দে শহরবাসীকে আশ্বস্ত করে বলেন আমাদের নজরে রয়েছে হাতিটি।ভয়ের কিছু নেই হাতিটি দড়দা গ্রাম দিয়ে পাট ঝালদার গ্রাম হয়ে কোটশীলা থানার লুপুংডির দিকে এগিয়েছে। মঙ্গলবার সকালে বন দপ্তর থেকে জানানো হয় হাতিটি এই মুহূর্তে কোর্টশিলা বনদপ্তরের শিমনি জঙ্গলে রয়েছে। এদিকে বড়দিনের পর থেকে দূর-দূরান্তের বহু পর্যটক রয়েছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সহ বিস্তীর্ণ এলাকায়। বাগমুন্ডি ঝালদা এলাকার ছোট বড় প্রতিটি হোটেল রিসোর্টে এখন পর্যটকদের ভিড়। যাতে কৌতুহলবশত পর্যটকরা হাতি দেখতে বাইরে বেরিয়ে বুনো হাতির মুখোমুখি না পড়ে যান, বা কোন অঘটন না ঘটে তার জন্য পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা সজাগ রয়েছে।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
13 hours ago
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST