আসানসোল শহরের গড়াই রোডে রামসায়ের এলাকায় একটি বাচ্চাদের স্কুল চলে। স্কুলটি বেসরকারি, পড়ুয়া সংখ্যাও নেহাত কম নয়। রোজকার মতোই সকালে যথারীতি বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে এসেছিলেন অভিভাবকরা। তখন অভিভাবকদের কেউ কেউ লাল সালোয়াড় পরে এক অপরিচিত মহিলাকে স্কুল চত্বরে ঘোরাফেরা করতে দেখেন বলে জানা গিয়েছে। প্রথমে অবশ্য বিষয়টি তেমন আমল দেননি কেউই। ভেবেছিলেন, ওই মহিলাও হয়তো কোনও শিশুকে স্কুলে পৌঁছে দিতে এসেছেন। কিন্তু বেলার দিকেও ওই মহিলাকে স্কুল চত্বরে দেখে সন্দেহ হয় অভিভাবকদের। অনেকে আবার দাবি, অপরিচিত ওই মহিলার নাকি স্কুলে চত্বরে শিশুদের সঙ্গে কথা বলছিলেন, চকোলেট দিচ্ছিলেন। তাতে সন্দেহ আরও বাড়ে। শেষপর্যন্ত স্রেফ সন্দেহে বশেই ওই মহিলাকে বেধড়ক মারধর করতে শুরু করেন অভিভাবকরা। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোনওমতে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশকর্মীর।