বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী -এর বিরুদ্ধে। অভিযোগ রবিবার রাতে শুক্লা ঘরামি তাঁর স্বামী অজয় ঘরামিকে শ্বাসরোধ করে খুন করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকায়। সেমবার এই ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সূত্রের খবর, রানাঘাট থানার কুপার্স ক্যাম্প পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয় ঘরামি থাকতেন তাঁর তার স্ত্রী শুক্লা ঘরামির সঙ্গেই। স্ত্রী শুকলার বিবাহ বহির্ভুত সম্পর্ক থাকায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, স্ত্রী -এর প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই কারণেই খুন হতে হল তাঁকে। ঘটনার পর থেকেই পলাতক শুক্লা দেবী। ইতিমধ্যেই মহিলার সন্ধান করেছে পুলিশ।