কিছু দিন আগেই নতুন টিভি কিনেছিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নির্যাতিতার পরিবার। তবে তার কিছু দিনের মধ্যেই টিভিতে কিছু সমস্যা দেখা দেয়। তাঁরা কেবিল অফিসে ফোন করেও জানান সেই সমস্যার কথা। সেই কেবিল অফিস থেকেই অর্ক বিশ্বাস (৩৪) নামের এক ব্যাক্তিকে পাঠানো হয় টিভি সাড়াইয়ের জন্য। অভিযোগ টিভি সাড়াই করতে এসেই ওই মহিলাকে ধর্ষণ করে অর্ক নামের এই ব্যাক্তি। বিয়ের পরে স্বামী ত্যাগ করায় বাপের বাড়িতেই থাকতেন ওই মহিলা। অভিযোগ বুধবার সকালে আবারও অর্ক তাদের বাড়িতে আসেন, তবে সেই সময় ওই মহিলার মা বাড়িতেই ছিলেন। এবং তিনি দেখে ফেলেন অর্ক নামের ওই ব্যাক্তি তাঁর মেয়ের হাত ধরে টেনে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই দেখে সন্দেহ হয় নির্যাতিতার মায়ের। তার পরেই তিনি তাঁর মেয়েকে জিজ্ঞসা করলে কান্নায় ভেঙে পড়ে সে। তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অর্ক বিশ্বাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই অর্ক -কে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ।