জঙ্গল মহলে ফের হাতির হামলা। শুক্রবার সকালে পুরুলিয়ার বাঁধডি গ্রামে হামলা চালায় হাতির দল। সেখানেই হাতির হামলায় মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম বুদ্ধেশ্বর সিং মুড়া (৩৫)। আচমকাই তাঁর পিছন থেকে হামলা চালায় হাতিটি। তুলে আছাড় মারে ওই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার খবর পেয়ে বাঁধডি গ্রামে ছুটে আসে বাঘমুন্ডি থানার পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়। সাত সকালে এমন ঘটনায় শোকের ছায়া এলাকায়।