মালদহের মহিলাদের পেশা আমসত্ত্ব বানানো। আমসত্ত্ব বানয়েই স্বাবলম্বী হচ্ছেন মালদহের মহিলারা। যতদিন যাচ্ছে আমসত্ত্ব চাহিদা তত বাড়ছে। এমনটাই জানাচ্ছেন সেখানকার মহিলারা। বংশ পরম্পরায় সেখানে চলে আসছে আমসত্ত্ব তৈরি। পাশাপাশি সরকারেরও সাহায্য পাচ্ছেন তাঁরা। বিদেশেও এখন পাড়ি দিচ্ছে মালদহের আমসত্ত্ব। লকডাউনে তবে নানান সমস্যায় পড়তে হচ্ছে আমসত্ত্ব ব্যবসায়ীদের।