'দেশের সব থেকে বড় পাপ্পু অমিত শাহ', তীব্র কটাক্ষ অভিষেকের। কয়লা পাচারকাণ্ডে ED-র দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না।' অভিষেক আরও বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বিএসএফ ধর্ষণের অভিযোগে বিদ্ধ। CISF কয়লা চুরির সঙ্গে যুক্ত। গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর কাছে গেছে, বিজেপি নেতাদের কাছে গেছে। সীমান্তে গরুপাচার হলে বিএসএফ কী করছে? এটা গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজেই গরুচোর। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত হচ্ছে।’
'দেশের সব থেকে বড় পাপ্পু অমিত শাহ', তীব্র কটাক্ষ অভিষেকের। কয়লা পাচারকাণ্ডে ED-র দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না।' অভিষেক আরও বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বিএসএফ ধর্ষণের অভিযোগে বিদ্ধ। CISF কয়লা চুরির সঙ্গে যুক্ত। গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর কাছে গেছে, বিজেপি নেতাদের কাছে গেছে। সীমান্তে গরুপাচার হলে বিএসএফ কী করছে? এটা গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজেই গরুচোর। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত হচ্ছে।’