তিন দিনের গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই সেখানে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য গোয়া। তার আগে বারবার সেখানে ছুটে যাচ্ছেন অভিষেক-মমতা। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠক রয়েছে তাঁর।
তিন দিনের গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই সেখানে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য গোয়া। তার আগে বারবার সেখানে ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই সফরে মঙ্গলবারই সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠক রয়েছে তাঁর। মঙ্গলবার সেখানেই রুদ্রেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক। গোয়ার উন্নতি ও সমৃদ্ধির জন্য এই প্রার্থনা। ভিডিও পোস্ট করে এমনটাই জানালেন অভিষেক। পুজো দিয়ে অভিষেক বলেন, 'মহাদেবের কাছে গোয়ার ২০ লক্ষ মানুষের জন্য পার্থনা করেছি। গোয়ার সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করেছি। গোয়ার ঐক্য যেনও বজায় থাকে। আগামী বছর যেন গোয়ার মানুষের জীবন খুশিতে ভরে ওঠে।' তাঁর পুজোর সেই ভিডিও পোস্টও হয় সোশ্যাল মিডিয়ায়। ভোটের আগে তাঁর এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।