বৃহস্পতিবার ভোরে আগুন লেগে যায় নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায়। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন। প্রায় ৫০ ঘন্টা পর আয়ত্তে এল সেই আগুন। আগুন আয়ত্তে আসতেই কারখানার ভিতর ঢোকে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৪ শ্রমিকের অগ্নিদগ্ধ দেহ। আগুন লাগার সময় গেঞ্জি কারখানার আটকা পড়ে যায় তাঁরা। শনিবার আগুন আয়ত্তে আসতেই উদ্ধার করা হয় তাঁদের।