অ্যাসিড হামলার ঘটনা নতুন কিছুই নয়। এবার সেই অ্যাসিড হামলাই হল এক গৃহবধূর ওপর। বাড়িতে ঢুকে এক গৃহবধূর ওপর অ্যাসিড ছুড়ে মারলো দুষ্কৃতীরা। অ্যাসিড আক্রান্ত ওই মহিলা বর্তমানে তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর তেহট্টের নতিপোতা এলাকার বাসিন্দা ওই মহিলার সাথে বিবাহ হয় নাকাশিপাড়ার আরশিনগরের নুরুজ শেখের। কিন্তু গত ২ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হাওয়ার পরে নতিপোতায় বাপের বাড়িতেই থাকতেন ওই মহিলা। অভিযোগ, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও ফোনে ওই মহিলাকে মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিত নুরোজ। বুধবার রাতে ওই মহিলার বাড়িতে দুই ব্যক্তি এসে মহিলার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরিবারের সবার অনুমান নুরুজই লোক দিয়ে এমনটা করেছে।