দীর্ঘ ১৫ বছর পর শুরু হল ডালখোলা উড়ালপুলের কাজ। ইতিমধ্যেই রেলের উপরের অংশে স্তম্ভ বসানোর কাজ শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের বাধায় এতদিন আটকে ছিল কাজ। উড়ালপুলটি তৈরি হলে অনেক সুবিধা হবে। উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক শঙ্কর কুন্ডু জানিয়েছেন,'এই বাইপাস চালু করার ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা লড়াই চালিয়ে এসেছি। অবশেষে কাজ চালু হয়েছে, স্বস্তির খবর। এর ফলে ব্যবসার প্রচুর উন্নতি হবে।'