বিষধর সাপের কামড়ে মৃত্যু স্বামীর। মৃত স্বামী ফিরে আসবে জীবিত হয়ে, এই অন্ধবিশ্বাসেই মৃত স্বামীকে সুন্দরবনের ডাসা নদীতে কলার ভেলায় ভাসিয়ে দিল পরিবার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালির খুলনা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম স্বপন মৃধা, বয়স ৪৫। বৃহস্পতিবার রাতে পুকুরে হাত-পা ধুতে গেলে সাপে কামড়ায়। অভিযোগ, মুহূর্তেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এরপর হাস্পাতালেই তিনি রাতে মারা যান। মৃতদেহ বাড়িতে এনে ওঝার শরণাপন্ন হয় ওই পরিবার। তারপরই মৃতদেহ নদীতে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। সুন্দরবনের প্রান্তিক জায়গায় যেখানে হাসপাতাল ডেথ সার্টিফিকেট দেয়ার পরও কুসংস্কারে বিশ্বাস করে আজও কলার ভেলায় মৃতদেহ ভাসানোর রীতি আজও বর্তমান!
বিষধর সাপের কামড়ে মৃত্যু স্বামীর। মৃত স্বামী ফিরে আসবে জীবিত হয়ে, এই অন্ধবিশ্বাসেই মৃত স্বামীকে সুন্দরবনের ডাসা নদীতে কলার ভেলায় ভাসিয়ে দিল পরিবার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালির খুলনা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম স্বপন মৃধা, বয়স ৪৫। বৃহস্পতিবার রাতে পুকুরে হাত-পা ধুতে গেলে সাপে কামড়ায়। অভিযোগ, মুহূর্তেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এরপর হাস্পাতালেই তিনি রাতে মারা যান। মৃতদেহ বাড়িতে এনে ওঝার শরণাপন্ন হয় ওই পরিবার। তারপরই মৃতদেহ নদীতে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। সুন্দরবনের প্রান্তিক জায়গায় যেখানে হাসপাতাল ডেথ সার্টিফিকেট দেয়ার পরও কুসংস্কারে বিশ্বাস করে আজও কলার ভেলায় মৃতদেহ ভাসানোর রীতি আজও বর্তমান!