সার্ভিস রোড এবং আন্ডারপাসের দাবিতে সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা ভবানীপুর চৌরাস্তা মোড়ে জীবন ও জমি রক্ষা কমিটির উদ্যোগে পথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ সভার ডাক দিল এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সম্প্রদায়।
সার্ভিস রোড এবং আন্ডারপাসের দাবিতে সোমবার মালদহের হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা ভবানীপুর চৌরাস্তা মোড়ে জীবন ও জমি রক্ষা কমিটির উদ্যোগে পথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ সভার ডাক দিল এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সম্প্রদায়। এদিন হরিশ্চন্দ্রপুর ভবানীপুর চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। চৌরাস্তার মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় চাঁচল - ভালুকা - হরিশ্চন্দ্রপুর-সামসি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা। চরম সমস্যার মুখে পরে এলাকার বাসিন্দা এবং নিত্যযাত্রীরা। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল হয়ে গাজোল কদুবাড়ি পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে। তুলসিহাটা ভবানীপুর চৌরাস্তা এলাকায় একটি ফ্লাইওভারসহ বাইপাস রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই ফ্লাইওভার নির্মাণ করার কাজে এখনো পর্যন্ত কোন সার্ভিস রোড তৈরি করার উদ্যোগ দেখা যাচ্ছে না। জীবন ও জমি রক্ষা কমিটির সদস্যরা জানান ভবানীপুর এই ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তার এক দিকের ব্যবসায়ীরা ভীষণ ভাবে ক্ষতি-গ্রস্ত হবে। সেই জন্য অবিলম্বে এলাকার ব্যবসায়ীদের স্বার্থে এবং তার সঙ্গে সঙ্গে তুলসিহাটা হাটের ব্যবসায়ীদের জন্য অবিলম্বে ফ্লাইওভারের দুই পাশে সার্ভিস নির্মাণ করা প্রয়োজন। সোমবার এলাকার ব্যবসায়ীরা সার্ভিস রোড এবং আন্ডারপাসে দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ আন্দোলন চলবে। এদিন অবস্থান-বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি জীবন ও জমি রক্ষা কমিটির সদস্যরা হরিশ্চন্দ্রপুর চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে দেয়।