শনিবার রাতে নন্দীগ্রামের কাছে হলদি নদীতে ট্রলার উল্টে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট ১৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন সাঁতরে উঠে আসে ডাঙায়। চালক সহ ৪ জন তলিয়ে যায় হলদি নদীতে। পরে প্রথমেই চালকের দেহ উদ্ধার হয়। পরে বাঁকি ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনাস্থল পরিদর্শনেই গিয়েছিলেন মৎস মন্ত্রী অখিল গিরি। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।