নির্দল প্রার্থীর বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ

পুরভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক উত্তেজনা। নির্দলের বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ। বাঁকুড়ার ৭ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। জয়ের আনন্দে বুধবার সন্ধ্যে বেলায় বিজয় মিছিল হচ্ছিল সেখানে। বিজয় মিছিলেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা করানো হয়। অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
 

 পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ পার্টি অফিস ভাংচুরের ঘটনা বাঁকুড়া শহরে। পুরভোটের ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ঘটনায় ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার ৭ নং ওয়ার্ডে। বাঁকুড়া পুরসভার ৭ নং ওয়ার্ড হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই ওয়ার্ড থেকে জয় ছিনিয়ে নিয়েছে বহিস্কৃত তৃণমূল তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। জেতার পরই নিজের কর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যে বেলায় শান্তিপূর্ন বিজয় মিছিল করছিলেন ওই ওয়ার্ডে। অভিযোগ বিজয় মিছিলে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালায় তৃণমূল।  বিজয় মিছিলের পিছনের দিকে থাকা একটি  টেম্পো গাড়িকে উল্টে দেওয়া হয়। ওই টেম্পোর মধ্যে মায়ের সঙ্গে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে। মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে তারাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। বুধবার রাতে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা করানো হয়। তৃণমূল হার মেনে না নেওয়ার কারণে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, বিজয় মিছিল করার সময় নির্দল কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে। জয়ী হয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে নির্দলরা, দাবি তৃণমূলের।

02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!