ঘড় পাইয়ে দেবার নাম করে গ্রাম বাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বক্সিরহাট ভানুকুমারী ২নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ভানুকুমারী ২ নম্বর গ্রামের এক তৃণমূল কর্মী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তবে টাকা নেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্য। তুফানগঞ্জের দুই নম্বর ব্লকের বক্সিহাটের ভানুকুমারী দুই নম্বর জিপির ১৪০নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মফিজুল হক এলাকার ১৪টি পরিবারের কাছ টাকা নিয়েছে বলে অভিযোগ। সবার কাছ থেকেই সে ঘর পাইয়ে দেবার নাম করে মোটা টাকা হাতিয়ে নিয়িছে। কিন্তু টাকা নেবার পর ১বছর কেটে গেলেও এখনও টাকা ফেরত পাননি তারা এমনকি বাড়িও পাননি। আর সেই কারণেই বাধ্য হয়ে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন। ওই অঞ্চলের সভাপতি সুভাষ সরকার জানিয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে সবাই তাদের টাকা ফেরত পান।