বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মাংস দিয়ে ভোটের প্রচারের অভিযোগ

সাধারণ মানুষকে মাংস দিয়ে ভোটের প্রচারের অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। মাংস দিয়ে ভোটের প্রচারের ভিডিও ভাইরাল। পুরুলিয়া পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডে ঘটেছে এমন ঘটনা। গত রবিবার সেখানে এই ভাবেই ভোটের প্রচার করার অভিযোগ। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি প্রার্থী।

গত রবিবার পুরুলিয়া পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডের প্রচারে ওই ওয়ার্ডের বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় ভোটারদেরকে মুরগির মাংস বিলির মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি। ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থীর মাংস বিলি করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বাড়ি বাড়ি প্রচার করছেন। আর তার পেছনে থলেতে করে মাংস নিয়ে যাচ্ছেন জনৈক মহিলা। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি জানান কাল্টুদা (সুদীপ মুখোপাধ্যায়) পাড়ার সবাইকে মাংস দিয়েছে। আরেকজনের থলেতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে মাংস রয়েছে। ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় ওরফে কাল্টুর বিরুদ্ধে মাংস দেওয়ার অভিযোগে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে ঘটনার বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি সরাসরি বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এখানে যিনি বিজেপির প্রার্থী এলাকায় তার সঙ্গে কোনও জনসংযোগ নেই। এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই তিনি পাড়ায় পাড়ায় বস্তি এলাকায় বিভিন্ন ভাবে প্রভাবিত করছেন। কোথাও মহিলাদেরকে বলছেন কত কেজি মাংস লাগবে তোমরা ফিস্ট করো। কোথাও নেশাগ্রস্তদের  মদ খাওয়ার ব্যাবস্থা করছেন। কোথাও খাসির মাংস কোথাও মুরগির মাংস দিয়ে উনি ভোট আদায় করার চেষ্টা করছেন। যদিও মুরগির মাংস বিলি করে ভোটারদের প্রভাবিত করার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন বিজেপি প্রার্থী। 

03:27Sukanta vs Suvendu : কি বললেন? সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী02:20'চায়ের দোকানে চা বিক্রি করলে চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার04:37Rashifal Today: বুধবার ২২ জানুয়ারি ২০২৫ সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে02:39নিষিদ্ধ ফেনসিডিল সহ পাচারকারীকে গ্রেফতার বিএসএফ-এর! তীব্র উত্তেজনা নদীয়ার কৃষ্ণগঞ্জে04:33‘সিবিআই হেরে গেল বলে মমতার নেতারা হাসাহাসি করছে’ মমতাকে চরম তুলোধোনা অধীর রঞ্জন চৌধুরীর08:41'এটা বিরলতম নয়! তো কোনটা? এবার বড় লড়াই হবে' অভয়ার বাড়িতে গিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর10:14'মা হতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন কি করে মায়ের যন্ত্রণা?' বিস্ফোরক তাপস রায়02:28‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন মমতা’ মমতা ব্যানার্জিকে দুষলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল01:41North 24 Parganas News: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক ব্যারাকপুরে07:57Basanti Update : কিশোরীকে ধান ক্ষেতে অমন অবস্থায় দেখেই আঁতকে উঠলো পরিবার ! ত্রিকোণ সম্পর্কেই কি এই পরিণতি? দেখুন