Attack on TMC leader: ইসলামপুরে তৃণমূল বিধায়কের ছেলের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ

তৃণমূল বিধায়কের ছেলের উপর হামলার অভিযোগ। আব্দুল করিম চৌধুরীর ছেলে ইমদাদ চৌধুরীর উপর হামলা। ইসলামপুর শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
 

প্রবীন তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরীর ছেলের উপর হামলা দুস্কৃতীদের।  ইসলামপুর শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে। আহত ছেলে ইমদাদ চৌধুরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি ইসলামপুর থানার অভিযোগ দায়ের করেন ইসলামপুরের ১১ বারের জয়ী বিধায়ক তথা রাজ্যের প্রবীন তৃনমূল কংগ্রেস নেতা আবদুল করিম চৌধুরী। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। রবিবার রাতে দলীয় সাংগঠনিক কাজকর্ম সেরে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ইসলপুরের প্রবীন তৃনমূল কংগ্রেস নেতা তথা বিধায়ক আবদুল করিম চৌধুরীর ছোট ছেলে ইমদাদ চৌধুরী।  পথে আচমকাই দুস্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। দুস্কৃতীদের ছোঁড়া পাথরের আঘাতে গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়ে গুরুতর জখম হন বিধায়ক পুত্র ইমদাদ চৌধুরী। আহত অবস্থাতেই ইমদাদ চৌধুরী ইসলামপুর থানায় খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। বিধায়ক আবদুল করিম চৌধুরীর ছেলে ইমদাদ চৌধুরী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। 
 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর