রেলে চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার! জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা এদিন তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর করেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সত্যপুরের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতার নাম দিলীপ পাত্র। গত আড়াই বছর আগে ৫ লক্ষ টাকা নেয় দিলীপ পাত্র। অভিযোগকারী কানাইলাল মুর্মু বলেন, 'রেলের সুপারভাইজারের চাকরি দেব বলে ৫ লক্ষ টাকা নিয়েছিল। কলকাতায় যেতে হবে। আপনি চলুন। জয়েন করিয়ে দেব। ওর একজন শাগরেদ আছে।' পরে পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে।
রেলে চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার! জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা এদিন তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর করেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সত্যপুরের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতার নাম দিলীপ পাত্র। গত আড়াই বছর আগে ৫ লক্ষ টাকা নেয় দিলীপ পাত্র। অভিযোগকারী কানাইলাল মুর্মু বলেন, 'রেলের সুপারভাইজারের চাকরি দেব বলে ৫ লক্ষ টাকা নিয়েছিল। কলকাতায় যেতে হবে। আপনি চলুন। জয়েন করিয়ে দেব। ওর একজন শাগরেদ আছে।' পরে পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে।