ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে প্রতারণা। নামী-দামি কোম্পানির নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগ। কয়েক কোটি টাকার প্রতারণা, প্রতারিত কয়েক হাজার মানুষ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলার ঘটনা। মানুষদের প্রভাবিত করতে মন্ত্রীদের ছবিও ব্যবহার করা হচ্ছে । এমনটাই অভিযোগ জানাচ্ছেন প্রতারিতরা।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অধীনস্থ আমতলার এলাকার কয়েকশো মানুষ এবং জেলার কয়েক হাজার মানুষ প্রতারিত হয়েছে, ইনটারগ্রাফইন কোম্পানির নামে একটি মোবাইল অ্যাপ মাধ্যমে। যারা প্রতারিত হয়েছে তারা জানাচ্ছেন যে মোবাইলের প্লেস্টোরে গিয়ে এই অ্যাপটি পাওয়া যাবে না, এটি কারও লিঙ্ক অ্যাপ থাকলে সে যদি কাউকে শেয়ার করে তার পর লিঙ্কে গিয়ে ক্লিক করলে অ্যাপটি খুলে যাবে এবং এখানে প্রথমে ছোট অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে, যেমন- ৯৮০ টাকা দিয়ে জয়েন্ট করতে হবে এই ভাবে উংসাহিত করা। তার পর হাজার আর হাজার লক্ষ টাকা দিলে প্রতিদিন ৭ হাজার টাকা দেবে ছোট অঙ্কের টাকা দিয়ে প্রলোভন ও পরে বড় অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে। এই ভাবে সংশ্লিষ্ট কোম্পানির নাম ভাঙিয়ে মানুষ জনকে প্রভাবিত করতে থাকে প্রতারকরা। প্রতারিতরা জানায় যে ঠিক ভাবে বেশ কয়েক মাস চলছিলো কিন্তু ২০২১-এর ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে সমস্যা শুরু তার পর জানতে পারেন যে এটি ভুয়ো সমস্থা। যাদের বাড়ি কাকদ্বীপ থানার অধীনস্থ এলাকায়, এই প্রতারণার পরের অন্য একটি কোম্পানির নাম ভাঙিয়ে প্রতারণার জ্বাল পাতছে। সাধারণ মানুষ জন প্রভাবিত করার জন্য মন্ত্রীদের ছবি ব্যবহার করছে,বিভিন্ন Whathapp গ্রুপে প্রতারকেরা হুমকি দিচ্ছে।