হাবড়ায় এমএ ইংলিশ চায়েওয়ালির নতুন দোকান ভেঙে দেওয়ার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে। এই ঘটনারই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ তৃণমূলের। হাবড়া স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে একটি দোকান ভাড়া নিয়ে ইংরেজিতে এমএ পাস টুকটুকি দাস চা বিক্রি করছে।
হাবড়ায় এমে ইংলিশ চায়েওয়ালির নতুন দোকান ভেঙে দেওয়ার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে। এই ঘটনারই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ তৃণমূলের। হাবড়া স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে একটি দোকান ভাড়া নিয়ে ইংরেজিতে এমএ পাস টুকটুকি দাস চা বিক্রি করছে। এই খবর সংবাদমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভায় টুকটুকি দাসকে ডেকে চাকরি দেওয়ার কথাও বলেন। টুকটুকি তাতে রাজি না হলে, সেখানেই ঠিক হয় টুকটুকির জন্য হাবড়া পুরসভার তরফে স্টেশনে একটি দোকান তৈরি করে দেওয়া হবে। টিনের চালা দেওয়া একটি অস্থায়ী ছোট দোকান তৈরি করা হয়েছিল হাবড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে । যদিও এখনও তা টুকটুকির কাছে হ্যান্ডওভার করে দেয়নি পুরসভা। বুধবার সকালে হঠাৎই আরপিএফ কর্মীরা গিয়ে টুকটুকি দাসের নতুন দোকান ভাঙচুর করে বলে অভিযোগে। স্টেশনের উপরে শতাধিক দোকান থাকলেও ক্যামেরার সামনে মুখ না খুলতে চাওয়া আরপিএফের এক কর্মী জানায় স্টেশনে নতুন করে কোনো দোকানে বসতে দেওয়া যাবে না। যে সমস্ত দোকান আগে থেকেই রয়েছে আপাতত সেগুলি থাকবে। এদিকে এই দোকান ভাঙ্গা কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন হাবড়া পুরসভার মুখ্য প্রশাসক নারায়ণ সাহা।