রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু রাস্তা আটকে যে সভা করছেন খোদ বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! আটকে গেল অ্যাম্বুলেন্স। মঞ্চে ভাষণ থামিয়ে মেদিনীপুর সাংসদের নির্দেশ, 'এখান থেকে যাওয়া যাবে না। ঘুরিয়ে নিন। যাওয়ার অনেক রাস্তা আছে!' ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার কৃষ্ণনগরে রাজবাড়ি থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে হয় জনসভা। মঞ্চে যখন নাগরিকত্ব আইনের সমর্থনে বক্তব্য রাখছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তখনই সভাস্থলের কাছাকাছি চলে আসে একটি অ্যাম্বুল্যান্স।