বসতভিটের অংশে জোর করে দখল নিচ্ছে ল্যান্ড মাফিয়াদের দল। বহুবার পুলিশের কাছে এই নিয়ে সাহায্য চেয়েও কিছু সাহায্য মেলেনি। উপায় না দেখে রাস্তায় উপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়র। ভয়াবহ এই ঘটনা মোবাইল বন্দি হয়েছে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সামনেই। যদিও, পুলিশ প্রশাসন এই নিয়ে নিরুত্তর। তাঁরা একদিকে বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে চালানোর চেষ্টা করছে। যদিও, অভিযোগ, ল্যান্ড মাফিয়াদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস থেকে শুরু করে বেশকিছু অফিসার। ল্যান্ডমাফিয়াদের হাত থেকে একটি পরিবারকে নিরাপত্তা দেওয়া দূরে থাক উল্টে তারা যাতে ল্যান্ড মাফিয়ার হাতে তাদের জমির দখল ছেড়ে দেন তার জন্য দেওয়া হচ্ছে চাপ। শুক্রবার স্থানীয় ল্যান্ডমাফিয়া বাবলু কর্মকার তাঁর দলবল নিয়ে চন্দ্রনাথের তুতো দাদা পারিজাত রায়ের জমি দখলের চেষ্টা করে। একশো বছরেরও বেশি সময় ধরে হরিশ্চন্দ্রপুরে কয়েক বিঘা বসত ভিটের উপর রায় পরিবারের শরিকদের বাস। ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ান পারিজাত রায়। দাদার সঙ্গে সঙ্গে এই বেআইনি দখলের প্রতিবাদ জানাতে থাকেন চন্দ্রনাথ। ঘটনাস্থলের এক্কেবারে লাগোয়া থানার চৌহদ্দি। থানা থেকে কোনও সাহায্য না পেয়ে শেষমেশ রাস্তার উপর দাঁড়িয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন চন্দ্রনাথ। দ্রুত চন্দ্রনাথ-কে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়ায় হয়। পরে, চন্দ্রনাথ জানান, এভাবে পরিবাবেরর সম্পত্তিতে বেআইনি দখলদারি দেখে মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিলেন। আর প্রতিবাদ জানাতে গিয়ে একটি স্পর্শকাতর ঘটনা ঘটিয়ে ফেলেন।