লোকালয়ের ঢুকে ফের নালায় পড়ল হস্তি শাবক। ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানের ঘটনা। হস্তিশাবকটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়াইল্ড লাইফ স্কোয়াড। তাঁরা হাতিটিকে সেখান থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। প্রসঙ্গত, শুক্রবার সকালে ডুয়ার্সের কারবালা চা বাগানের ডিভিশন এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ টি হাতির দল ঢূকে পড়ে। সেই দলেরই এই শাবকটি নালায় পড়ে যায়।
লোকালয়ের ঢুকে ফের নালায় পড়ল হস্তি শাবক। ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানের ঘটনা। হস্তিশাবকটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়াইল্ড লাইফ স্কোয়াড। তাঁরা হাতিটিকে সেখান থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। প্রসঙ্গত, শুক্রবার সকালে ডুয়ার্সের কারবালা চা বাগানের ডিভিশন এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ টি হাতির দল ঢূকে পড়ে। সেই দলেরই এই শাবকটি নালায় পড়ে যায়।