খেলার মাঠটি কাদের দখলে থাকবে? তাই নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। রাতভর বোমাবাজি আতঙ্ক ছড়াল নদিয়া শান্তিপুরের সাহেব ডাঙা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন সংস্কারে অভাবে বেহাল গ্রামে খেলার মাঠটি, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। শুক্রবার সকালে কয়েকজন মিলে মাঠে একটি ড্রেন তৈরি করে। এরপর শনিবার ভোরে এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।