অনুব্রতর বোলপুরের রাইস মিলে CBI-কে ঢুকতে 'বাধা'। বেশ কিছুক্ষণ CBI টিমকে দাড় করিয়ে রাখার অভিযোগ। শুক্রবার সকালে ওই রাইস মিলে এসে পৌঁছয় CBI-র দল। সেখানেই তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের নজরে রয়েছে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিল। রাইস মিলের নিরাপত্তারক্ষীরা ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। CBI আধিকারিকরা রাইস মিলের কর্মীদের ডাকাডাকি করা হলেও সাড়া মেলেনি বলে দাবি। ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের।
অনুব্রতর বোলপুরের রাইস মিলে CBI-কে ঢুকতে 'বাধা'। বেশ কিছুক্ষণ CBI টিমকে দাড় করিয়ে রাখার অভিযোগ। শুক্রবার সকালে ওই রাইস মিলে এসে পৌঁছয় CBI-র দল। সেখানেই তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের নজরে রয়েছে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিল। রাইস মিলের নিরাপত্তারক্ষীরা ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। CBI আধিকারিকরা রাইস মিলের কর্মীদের ডাকাডাকি করা হলেও সাড়া মেলেনি বলে দাবি। ভোলে ব্যোম রাইস মিল অনুব্রত মণ্ডলের, দাবি স্থানীয়দের।