সরকারি হাসপাতালে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে সহানুভূতিশীল হওয়ার আবেদন করলেন অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতে এ দিন এনআরএস হাসপাতালে যান অপর্ণা। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা কৌশিক সেন, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়রা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে অপর্ণা বলেন, 'প্রশাসনের কাছে একটাই আবেদন। যাঁরা চিকিৎসকদের নিগ্রহে অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হোক।' আলোচনার মাধ্যমে সমস্যা কাটাতে মুখ্যমন্ত্রীর তাঁর আবেদন, 'বাচ্চা ছেলেমেয়েগুলোর কাছে এসে একবার তাঁদের কথা শুনুন মুখ্যমন্ত্রী। তাঁরা বিরাট কিছু চাইছেন না। তাঁরা শুধু সুরক্ষা চাইছেন যাতে রোগীদের চিকিৎসা করতে পারে। তাঁরা দিন রাত এক করে কাজ করছেন, ফলে আপনি একটু সহমর্মিতা দেখান, এটাই আমার আবেদন।'
এর পাশাপাশি অভিনেতা কৌশিক সেন বলেন, 'যে সমস্যাটা সহজেই সমাধান করা যেত, সেটাই মুখ্যমন্ত্রী জটিল করে তুললেন। উনি এত অভিজ্ঞ রাজনীতিবিদ, কোথায় কী বলা উচিত, তা উনি জানেন। তার পরেও যে ভাষায় কাল তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বললেন, সেটা গুন্ডাদের ভাষা।'