বীজপুরে পথসভায় অর্জুন সিং লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমন করতে শোনাগেল তাঁদের। সেই সঙ্গেই তৃণমূল সরকারের অপশাসন ও দূর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে লাগামহীন সন্ত্রাসের অবসান ঘটিয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানালেন তাঁরা। পাশাপাশি একাধিক প্রসঙ্গ উঠেএল তাঁদের কথায়। বাদ গেলেন না দিদিমণিও। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একাধিক মন্তব্য করলেন অর্জুন সিং। বললেন দিদিমণির নেতা-মন্ত্রীরা বেসুরো গাইছেন কারণ তাঁরা ভালো ভাবেই জানানে এভাবে সরকার চালানো সম্ভব নয়।