আবার বঙ্গ-বিজেপিতে ভাঙন। এবার বিজেপির সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করলেন। তিনি রবিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টিএমসিতে যোগ দান করেন। পাশে ছিলেন উত্তর ২৪ পরগনার দলের নেতা ও কর্মীরা।
শেষপর্যন্ত তিন বছর দুই মাস পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। অভিষেক উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান ঘাসফুল শিবিরে। উত্তর ২৪ পরগানর দুই নেতা জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থ ভৌমিকের উপস্থিতিতেই দলে ফিরলেন অর্জুন সিং। অর্জুন সিং-এর ফেসবুক প্রোফাইলই দ্রুত পরিবর্তন করেছেন তিনি। অর্জুনের ঘর ওয়াপাসি প্রসঙ্গে দল বদলের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেছেন, এদিন অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন। অর্জুন আবার নিজের পরিবারে ফিরে আসছেন বলেও জানিয়েছেন তিনি। অর্জুন সিং-এর দল বদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লি, পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী। এঁদের সঙ্গে একটা সময় অর্জুন সিংকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা দিয়েছিল। মাস খানেক ধরেই বেসুরো বাজছিলেন অর্জুন সিং। রাজ্যে পাট শিল্প ও কারখানা নিয়ে তিনি একাধিক অভিযোগ তুলেছিলেন। যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এমনকি বিজেপির সভাপতি জেপি নাড্ডাও তাঁর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়নি।