ইতিমধ্যেই বর্যা ঢুকে গিয়েছে রাজ্যে। বঙ্গে বর্ষা ঢুকতে না ঢুকতেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবে আপাতত ঝাড়খন্ডের দক্ষিণ দিকে অবস্থান করছে নীম্নচাপ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। উত্তর-পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ১৬ এবং ১৭ তারিখ নদিয়া-মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গের জেলা গুলিতেও থাকছে বৃষ্টির সম্ভবনা। বর্ষার জেরে আগামী বেশ কিছুদিন বঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।