বকেয়া বেতনের দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ। ইছামতি ব্রিজে ফরমেট লেখা কাপড় পুড়িয়ে চলে প্রতিবাদ । বসিরহাট মহকুমায় প্রায় ৩,৫০০ আশা কর্মী আছেন। তাঁরাই এদিন বেতনের দাবিতে বিক্ষোভ দেখান।
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। বসিরহাট ইছামতি ব্রিজের ওপর আশা কর্মীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে একদিকে মিছিল অন্যদিকে অবরোধ-বিক্ষোভ দেখাতে থাকেন। ব্রিজের ওপর বেতনের ফরমেট পুড়িয়ে বিক্ষোভ দেখান এই মহাকুমার সুন্দরবন ও সীমান্ত থেকে আসা আশা কর্মীরা। এর ফলে সীমান্ত রোড অবরুদ্ধ হয়ে যায়, যার জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। পুলিশ গেলে অবরোধ উঠে যায়। আশা কর্মী ইসমা তারা খাতুনের দাবি, 'অবিলম্বে ৮ মাসের বকেয়া বেতন দিতে হবে, পাশাপাশি ইনফেক্টিভ দিতে হবে।' তিনি জানান, আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। আজকে আমরা দৈনন্দিন জীবন সংসার চালাতে দুর্বিষহ হয়েপড়ছি, ঠিকমত খাওয়া হচ্ছে না। অবিলম্বে যদি দাবি না মানে, ২০২২ সালে নতুন বছরের ৭ জানুয়ারি কলকাতায় বিক্ষোভ হবে ।