সিএবি বিরোধী মিছিলে গরম তেল নিয়ে হামলা, রণক্ষেত্র আমডাঙার সন্তোষপুর

রাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ। সন্তোষপুর মোড়ে মিছিল শেষ হতেই তেলেভাজারাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ।

রাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ। সন্তোষপুর মোড়ে মিছিল শেষ হতেই তেলেভাজার দোকান থেকে আন্দোলনকারীদের উপর গরম তোল ছোঁড়া হয় বলে অভিযোগ। এতে চোখ, মুখ সহ পুরো দেহ ঝলসে যায় কয়েকজন আন্দোলনকারীর। এদিকে তেল ছিটিয়ে চম্পট দেয় হামলাকারী। এই ধটনাপ পর অশান্ত হয়ে ওঠে এলাকা। পাল্টা ভাঙচুর ও দোকানে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। বিজেপির আশ্রিতরাই মিছিলের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় বিশাল পুলিশবাহিনীকে।  

03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়06:07Krishnanagar : বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে এক এক করে ৫ জন মিলে...! বিরাট সাজা দিল আদালত