রাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ। সন্তোষপুর মোড়ে মিছিল শেষ হতেই তেলেভাজারাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ।
রাজ্যের নানা প্রান্তে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল। উত্তর চব্বিশ পরগনার আমডাঙা থানার সন্তোষপুরেও বেরিয়েছিল এমনি এক সিবএবি বিরোধী মিছিল। আর সেই মিছিলেই গরম তেল ছুঁড়ে উঠল নৃশংস হামলার অভিযোগ। সন্তোষপুর মোড়ে মিছিল শেষ হতেই তেলেভাজার দোকান থেকে আন্দোলনকারীদের উপর গরম তোল ছোঁড়া হয় বলে অভিযোগ। এতে চোখ, মুখ সহ পুরো দেহ ঝলসে যায় কয়েকজন আন্দোলনকারীর। এদিকে তেল ছিটিয়ে চম্পট দেয় হামলাকারী। এই ধটনাপ পর অশান্ত হয়ে ওঠে এলাকা। পাল্টা ভাঙচুর ও দোকানে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। বিজেপির আশ্রিতরাই মিছিলের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় বিশাল পুলিশবাহিনীকে।