রাতের চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির চেষ্টা। লাইভ করে তুলে ধরলেন ঘটনার মুহূর্তের ছবি। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। ঘটনাটি ঘটে ডাউন শান্তিপুর লোকালে।
রাতের চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির চেষ্টা। লাইভ করে তুলে ধরলেন ঘটনার মুহূর্তের ছবি। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। ঘটনাটি ঘটে ডাউন শান্তিপুর লোকালে। মহিলার দাবি, ট্যাটু করে ফিরছিলেন ওই মহিলা। সন্ধ্যে হয়ে যাওয়ায় সুরক্ষার জন্যই তিনি মহিলা কপার্টমেন্টে ওঠেন। ক্লান্ত থাকার জন্য ট্রেনের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাঁর মনে হয় কেউ তাঁর গায়ে হাত দিচ্ছে। এতেই তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই হতচকিত হয়ে যান তিনি। চোখ খুলে দেখেন তাঁর সামনে এক ব্যক্তি, আর গোটা কপার্টমেন্টে কোনও জনমানুষ নেই। সেই সুযোগেই ফের তরুণীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে মূল অভিযুক্ত। সেই সময়েই এক লাইভ ভিডিও করেন তিনি। লাইভ করে সাহায্যও চান তিনি। লাইভ ভিডিওয় উঠে আসে ঘটনার মুহূর্তের ছবি। তাঁর কাছে টাকা চেয়ে হুমকিও দেওয়ার ছবিও উঠে আসে লাইভ ভিডিওয়।