Viral video: চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, লাইভ ভিডিওয় উঠে এল ভয়ঙ্কর ছবি

রাতের চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির চেষ্টা। লাইভ করে তুলে ধরলেন ঘটনার মুহূর্তের ছবি। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। ঘটনাটি ঘটে ডাউন শান্তিপুর লোকালে।

রাতের চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির চেষ্টা। লাইভ করে তুলে ধরলেন ঘটনার মুহূর্তের ছবি। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। ঘটনাটি ঘটে ডাউন শান্তিপুর লোকালে। মহিলার দাবি, ট্যাটু করে ফিরছিলেন ওই মহিলা। সন্ধ্যে হয়ে যাওয়ায় সুরক্ষার জন্যই তিনি মহিলা কপার্টমেন্টে ওঠেন। ক্লান্ত থাকার জন্য ট্রেনের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাঁর মনে হয় কেউ তাঁর গায়ে হাত দিচ্ছে। এতেই তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই হতচকিত হয়ে যান তিনি। চোখ খুলে দেখেন তাঁর সামনে এক ব্যক্তি, আর গোটা কপার্টমেন্টে কোনও জনমানুষ নেই। সেই সুযোগেই ফের তরুণীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে মূল অভিযুক্ত। সেই সময়েই এক লাইভ ভিডিও করেন তিনি। লাইভ করে সাহায্যও চান তিনি। লাইভ ভিডিওয় উঠে আসে ঘটনার মুহূর্তের ছবি। তাঁর কাছে টাকা চেয়ে হুমকিও দেওয়ার ছবিও উঠে আসে লাইভ ভিডিওয়।

04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়