রাস্তার ধারে দাঁড় করানো সাইকেলে ঝোলানো একটি বাজারের ব্যাগ। আর সেই ব্যাগের মধ্যে যে কলা রয়েছে, তা নজরে পড়ে গিয়েছিল বাঁদর ছানার। ব্যস, সঙ্গে সঙ্গে পুঁচকে বাঁদর ছানা পৌঁছে গেল ব্যাগের কাছে। তার পরেই কলা চুরি করতে নানা কসরত শুরু করে দিল সে। বুধবার সকালে ছোট্ট বাঁদর ছানার এমনই কীর্তির সাক্ষী থাকল বাঁকুড়ার জয়পুর এলাকা।
বাঁদর ছানার এই কীর্তি দেখে অবাক আশেপাশের লোকজনও। প্রথমে দাঁত দিয়ে ব্যাগ ছেঁড়ার চেষ্টা করে বাঁদর ছানাটি। কিন্তু তাতে পেরে না উঠে সটান ব্যাগের মধ্যেই মাথা ঢুকিয়ে দেয় সে। মিনিট খানেকের চেষ্টায় ব্যাগের ভিতর থেকে একটি কলা বের করে নিয়ে আসে সে। এর পর পরম আনন্দে কলার খোসা ছাড়িয়ে কলা খেতে খেতেই সাইকেল থেকে নেমে আড়ালে চলে যায় বাঁদর ছানাটি। তার এই কীর্তি দেখে আশপাশের লোকজনও অভাব। সেই কারণেই কলা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলেও তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি কেউ।