হায়দরাবাদ ধর্ষণকান্ডে শাস্তির দাবীতে একাই প্রতিবাদী অবস্থান শিক্ষিকার

হায়দরাবাদ কাণ্ডে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনার জেরে রাস্তায় বসে প্রতিবাদে জানিয়েছেন বাঁশবেড়িয়া কম্পিউটার শিক্ষিকা। চুঁচুড়া ঘড়ির মোড়ে  মোমবাতি জ্বেলে পোস্টার লিখে রাস্তায় বসে প্রতিবাদে জানান শিক্ষিকা বহ্নিশিখা রায়। 

হায়দরাবাদ দিশা-র ঘটনায় আরও একবার উত্তাল সোশ্যাল মিডিয়া সহ গোটা দেশ। একের পর এর এমন ঘটনার জেরে দেশের মেয়েদের সুরক্ষার দিকে আঙ্গুল উঠেছে বারবার। তবুও কয়েক দিনের প্রতিবাদী ঢেউ উঠলেও। পরিস্থিতি বদলায়নি এতটুকুও। আর কত নির্ভয়াদের এইভাবে মরতে হবে? এই প্রশ্নের উত্তর নেই কারও কাছে। এবার হায়দরাবাদ কাণ্ডে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনার জেরে রাস্তায় বসে প্রতিবাদে জানিয়েছেন বাঁশবেড়িয়া কম্পিউটার শিক্ষিকা। চুঁচুড়া ঘড়ির মোড়ে  মোমবাতি জ্বেলে পোস্টার লিখে রাস্তায় বসে প্রতিবাদে জানান শিক্ষিকা বহ্নিশিখা রায়। 

এমন নির্মম ঘটনার প্রতিবাদে সামিল হতে তিনি তাঁর অনেক বন্ধু-বান্ধবীদের অনুরোধ করলেও, সাহায্যের হাত বাড়াননি কেউ। তাই 'একলা চল রে'। একাও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা যায়। সেটাই প্রমান করে দিলেন এই শিক্ষিকা। মোমবাতি জ্বেলে পোস্টার লিখে একাই রাস্তায় প্রতিবাদী অবস্থানে বসলেন তিনি। একজন মেয়ে হয়ে আরও একজন মেয়ের প্রতি হওয়া এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। বিকেল থেকে সন্ধ্যা অবধি তিনি সেখানে অবস্থান করেন। পথ চলতি বহু মানুষ ভীড় করে বহ্নিশিখা-কে দেখতে। অনেকে তাঁর বক্তব্য কে সমর্থন জানিয়ে গণস্বাক্ষরও করে যান। তবে তার সঙ্গে প্রতিবাদে সামিল হননি। তাই একাই প্রতিবাদ চালিয়ে গেছেন তিনি। তাঁর একটাই দাবি  ধর্ষকদের দিতে হবে উপযুক্ত শাস্তি।" 

07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর