পুলিশ কনস্টেবলের মাথায় ধারাল বটির কোপ, গ্রেফতার যুবতী। রাস্তা পারাপার হওয়া নিয়ে তীব্র বচসা। কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবলের মাথায় ধারাল বটির কোপ যুবতীর। যুবতীকে আটক করেছে বারাসত থানার পুলিশ। প্রহৃত মহিলা পুলিশ কনস্টেবলের নাম অষ্টমী মণ্ডল। বচসার সূত্রপাত, ওই মহিলার সঙ্গে একটি চারচাকা গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে। ওই মহিলা সাইকেলে ছিলেন। যশোর রোডের উপর টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে রাস্তা পারাপার করার সময় তাঁর সঙ্গে ধাক্কা লাগে চারচাকা একটি গাড়ির। এরপর শুরু হয় হাতাহাতি, মহিলা পুলিশ কনস্টেবল অষ্টমী মণ্ডল বচসা থামাতে আসলে তার উপর অস্ত্রের কোপ মারে যুবতী।
পুলিশ কনস্টেবলের মাথায় ধারাল বটির কোপ, গ্রেফতার যুবতী। রাস্তা পারাপার হওয়া নিয়ে তীব্র বচসা। কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবলের মাথায় ধারাল বটির কোপ যুবতীর। যুবতীকে আটক করেছে বারাসত থানার পুলিশ। প্রহৃত মহিলা পুলিশ কনস্টেবলের নাম অষ্টমী মণ্ডল। বচসার সূত্রপাত, ওই মহিলার সঙ্গে একটি চারচাকা গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে। ওই মহিলা সাইকেলে ছিলেন। যশোর রোডের উপর টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে রাস্তা পারাপার করার সময় তাঁর সঙ্গে ধাক্কা লাগে চারচাকা একটি গাড়ির। এরপর শুরু হয় হাতাহাতি, মহিলা পুলিশ কনস্টেবল অষ্টমী মণ্ডল বচসা থামাতে আসলে তার উপর অস্ত্রের কোপ মারে যুবতী।