এদিন সকাল থেকে হাওড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় অবরোধ, বিক্ষোভ হয়। অবরোধ করা হয় কোনা এক্সপ্রেস। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয় বলেও অভিযোগ। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে
এই অস্থিরতার জেরে সেখানে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। এই নিয়ে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে। সেনা নামানোর দাবি তুলেছে বিজেপি।