বৃহস্পতিবার একটি সেফ হোমের উদ্ধোধন করেন অনুব্রত মন্ডল। গুসকরায় তিনি এই সেফ হোমটির উদ্বোধন করেন। সেখানেই উপস্থিত ছিলেন আউশগ্রামের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। সেখানেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন আউশগ্রামের বিডিওকে। শুধু তাই নয় অনুব্রতকে মহামানব বলতেও শোনা গিয়েছে তাঁকে। অনুব্রত -র পায়ে হাত দিয়ে বিডিও -র প্রণাম করা অবাক করেছে অনেককেই। এই নিয়েই এখন রীতিমত শুরু হয়েছে চর্চা।