পুজো এখন দরজায় কড়া নাড়ছে। এক মাসও বাকি নেই এখন পুজোর। করোনা আবহে ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতিও। করোনার জেরে তবে পুজোর বাজেট কমেছে অনেকটাই। পুজোর আগে প্রবল সমস্যায় পড়েছেন ঢাকিরা। প্রতি বছর ঢাকিদের ডাক আসে বাংলার বাইরে থেকেও। করোনার জেরে এবার এখনও পর্যন্ত ডাক আসেনি বাইরে থেকে। এখন ডাক পাওয়ার আশায় দিন কাটছে নদিয়ার ঢাকিদের।
পুজো এখন দরজায় কড়া নাড়ছে। এক মাসও বাকি নেই এখন পুজোর। করোনা আবহে ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতিও। করোনার জেরে তবে পুজোর বাজেট কমেছে অনেকটাই। পুজোর আগে প্রবল সমস্যায় পড়েছেন ঢাকিরা। প্রতি বছর ঢাকিদের ডাক আসে বাংলার বাইরে থেকেও। করোনার জেরে এবার এখনও পর্যন্ত ডাক আসেনি বাইরে থেকে। এখন ডাক পাওয়ার আশায় দিন কাটছে নদিয়ার ঢাকিদের।