মঙ্গলবার ভারত বনধের দ্বিতীয় দিন। ভারত বনধের দ্বিতীয় দিনে বালুরঘাটে বন্ধ দোকানপাট-বাস । এদিন সকাল থেকেই বেসরকারি বাস স্ট্যান্ড বন্ধ ছিল। খোলা রয়েছে বাজার থেকে শুরু করে সরকারি বাস স্ট্যান্ড।
মঙ্গলবার ভারত বনধের দ্বিতীয় দিন। ভারত বনধের দ্বিতীয় দিনে বালুরঘাটে বন্ধ দোকানপাট-বাস । এদিন সকাল থেকেই বেসরকারি বাস স্ট্যান্ড বন্ধ ছিল। খোলা রয়েছে বাজার থেকে শুরু করে সরকারি বাস স্ট্যান্ড। সকাল থেকে অবশ্য দেখা মেলেনি বনধের সমর্থনকারীদের। সোমবারের তুলনায় মঙ্গলবার পুলিশও কম দেখা গেল বালুরঘাটে। সকালে দোকান বন্ধ থাকলেও বেলার দিকে বেশ কিছু দোকান খোলে। একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ ৪৮ ঘন্টা ভারত বনধের ডাক দিয়েছে। মঙ্গলবার বনধের দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে বালুরঘাট শহরের বেসরকারি বাস স্ট্যান্ড বন্ধ ছিল৷ তবে খোলা ছিল সরকারি বাস স্ট্যান্ড ও বালুরঘাট তহবাজার সহ অন্যান্য বাজারঘাট৷ এদিকে বনধের সমর্থনে সকাল থেকেই সেভাবে কোন বনধ সমর্থনকারীদেরও দেখা মেলেনি৷ পাশাপাশি গতকালের থেকে মঙ্গলবার পুলিশও কম ছিল বালুরঘাট শহরের। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে দোকানপাট।