দার্জিলিংয়ে জয়ী হয়েছে হামরো পার্টি। অন্যান্য সব দলকে পিছনে ফেলে জয়ী হয়েছে এই নতুন দল। সাধারণ মানুষই হামরো পার্টিকে বেছে নিয়েছে, জানালেন বিমল। হামরো পার্টির সদস্যদের শুভেচ্ছা জানালেন বিমল গুরুং। যেকোনও লড়াইয়ে হার-জিত আছেই, বললেন বিমল গুরুং।
দার্জিলিংয়ে জয়ী হয়েছে হামরো পার্টি (Hamro Party)। অন্যান্য সব দলকে পিছনে ফেলে জয়ী হয়েছে এই নতুন দল। সাধারণ মানুষই হামরো পার্টিকে বেছে নিয়েছে, জানালেন বিমল (Bimal Gurung)। হামরো পার্টির সদস্যদের শুভেচ্ছা জানালেন বিমল গুরুং। যেকোনও লড়াইয়ে হার-জিত আছেই, বললেন বিমল গুরুং। দার্জিলিং এখন নতুন দল হামরো-র দখলে। হামরোর জয়ের আনন্দে ভাসছে এখন পাহাড়ের মানুষ। মাত্র ছ' মাস আগে গঠিত হয় হামরো পার্টি। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। অজয় এডওয়ার্ড (Ajoy Edwards) জিএনএলএফ সভাপতি মন ঘিষিংয়ের ঘনিষ্ঠ। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে হামরো পার্টি গঠন করেন। দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হামরো পার্টি। ৪টিতে জিতেছে বিমল গুরুংয়ের গোর্খ জনমুক্তি মোর্চা। অনীক থাপার দল দখল করেছে ৮টি আসন। ২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিজেপি-জিএনএলএফ জোট কোনও আসনেই জিততে পারেনি।