রাজ্যের তিনটি উপনির্বাচেনই পরাজিত গেরুয়া শিবির। গতবার বিধানসভা ভোটে জেতা খড়গপুর আসনটিও হাতছাড়া হয়েছে পদ্মশিবিরের। রাজ্যের বিজেপির যখন এই বেহাল দশা তখন ফের একবার প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠী কোন্দলের ছবি। ছাতনা মণ্ডলের সভাপতি বদলের দাবি তুলে বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের দফতেরর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। সম্প্রতি ছাতনার ১নং মণ্ডলের সভাপতির দায়িত্ব পেয়েছেন জীবন মণ্ডল। তাঁর নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। এই নিয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা।
রাজ্যের তিনটি উপনির্বাচেনই পরাজিত গেরুয়া শিবির। গতবার বিধানসভা ভোটে জেতা খড়গপুর আসনটিও হাতছাড়া হয়েছে পদ্মশিবিরের। রাজ্যের বিজেপির যখন এই বেহাল দশা তখন ফের একবার প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠী কোন্দলের ছবি। ছাতনা মণ্ডলের সভাপতি বদলের দাবি তুলে বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের দফতেরর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। সম্প্রতি ছাতনার ১নং মণ্ডলের সভাপতির দায়িত্ব পেয়েছেন জীবন মণ্ডল। তাঁর নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। এই নিয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা।