নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে চলছে আন্দোলন। রাজ্যে চলা এই হিংসা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। বুধবার নদিয়ার দেবগ্রামে এই ভাষাতেই রাজ্যকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। বরং উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর ভোটের স্বার্থে তাতে আপত্তি জানাচ্ছে এরাজ্যের সরকার। বাংলার মানুষের উদ্দেশ্যে দিলীপের হুঁশিয়ারি, সাবধান হোন, বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। পাশাপাশি দিলীপ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এদিকে আগামী ২৩ তারখি নাগরিকত্ব আইন করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে শহর কলকাতায় মিছিল করবে বিজেপি।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে চলছে আন্দোলন। রাজ্যে চলা এই হিংসা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। বুধবার নদিয়ার দেবগ্রামে এই ভাষাতেই রাজ্যকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। বরং উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর ভোটের স্বার্থে তাতে আপত্তি জানাচ্ছে এরাজ্যের সরকার। বাংলার মানুষের উদ্দেশ্যে দিলীপের হুঁশিয়ারি, সাবধান হোন, বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। পাশাপাশি দিলীপ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এদিকে আগামী ২৩ তারখি নাগরিকত্ব আইন করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে শহর কলকাতায় মিছিল করবে বিজেপি।